প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিনসহ এই জেলার চারজন ইউএইচএন্ডএফপিও পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাঁদেরকে সহকারী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে। তবে তাঁদেরকে এখনো পদায়ন করা হয় নি। নতুন কর্মস্থলে পদায়ন হওয়ার আগ পর্যন্ত তাঁদেরকে বর্তমান কর্মস্থলেই কর্মরত থাকতে বলা হয়েছে।
পদোন্নতি পাওয়া অন্য তিনজন হচ্ছেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ গোলাম কাওসার হিমেল, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ শোয়েব আহমেদ চিশতী
ও কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাহউদ্দিন মাহমুদ। গত ১৩ জানুয়ারি মন্ত্রণালয়ের উপ-সচিব (পার-২) জাকিয়া পারভীনের স্বাক্ষরে পদোন্নতি সংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করা হয়।