প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১-এর সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ১২ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
শপথ অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে সাথে রেখে কাজ করুন। রাগের বশবর্তী না হয়ে জনগণের কল্যাণে কাজ করবেন। জনপ্রতিনিধিরাই তৃণমূলের উন্নয়নের মূল চালিকা শক্তি। ইউনিয়ন পরিষদ হচ্ছে সরকারের একটি শক্তিশালী প্রতিষ্ঠান। তাই এলাকার উন্নয়ন করতে হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, আমি নির্বাচিত সকল চেয়ারম্যান ও সদস্যকে অভিনন্দন জানাই। আপনাদের উন্নয়ন কাজের জন্যে আমার দরজা সবসময় খোলা রয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব দক্ষিণ উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের ৪৮ জন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ এম কবির আহম্মেদ।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়ার সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান ও নির্বাচিত ইউপি সদস্য মোঃ গোলাম রাব্বানী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা মোর্শেদুল আলম সিরাজ ও গীতা পাঠ করেন গণেশ ভৌমিক।
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, ইন্সপেক্টর (তদন্ত) মফিজুল ইসলামসহ চার ইউনিয়নের চেয়াম্যানবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান শেষে নির্বাচিত ইউপি সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে করোনা ভাইরাস প্রতিরোধে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে মাস্ক বিতরণ করেন।