প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০০:০০
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর জেলা ইউনিটের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ), মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১০ জানুয়ারি সোমবার সকালে ইউনিট কার্যালয়ে ১৮০জন বীর মুক্তিযোদ্ধার মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এদিন ১২০ জন অসহায় দুঃস্থ শীতার্তসহ মোট ৩০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারদের কাছে কম্বলগুলো তুলে দেন রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী।
এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কল্যাণে স্বাধীন হয়েছে এ দেশ। তাই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে।
ওচমান গণি পাটওয়ারী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সকল মুক্তিযোদ্ধাকে সশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, সুদীর্ঘ ২৪ বছর জেল-জুলুম-অত্যাচার সহ্য করেও বঙ্গবন্ধু বাঙালির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল ছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধাগণ যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। সে জন্যই আজ বাঙালি জাতি বিশে^র বুকে মাথা উঁচু করে দাড়াতে পারছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর জেলা ইউনিটের কার্য নির্বাহী কমিটির সদস্য সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ ও আবু নাছের পাটওয়ারী বাচ্চু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল কালাম চিশতি, হাইমচর উপজেলা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা বজলুল করিম চৌধুরীসহ মুক্তিযোদ্ধাগণ ও যুব রেড ক্রিসেন্টের চাঁদপুর ইউনিটের যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।