প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০০:০০
কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় সজীব (২০) ও আতিক (১৫) নামের ট্রাক্টরের দুই সহকারী নিহত হয়েছে। সোমবার বেলা ১১টায় কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের শিমুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন ও সাচার গোপিরদিঘীর পাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিক।
আহত ট্রাক্টর চালক মেহেদী হাসান জানান, বেলা ১১টার দিকে সাচার থেকে তেগুরিয়ার উদ্দেশ্যে ট্রাক্টরটি নিয়ে যাওয়ার সময় শিমুলতলী এলাকায় পৌঁছলে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি অজ্ঞাত বিআরটিসি বাস আমাদেরকে ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রাক্টরটি পাশর্^বর্তী ডোবায় গিয়ে পড়লে সজীব ও আতিক ঘটনাস্থলেই নিহত হয় এবং ট্রাক্টর চালক মেহেদী হাসান ও ট্রাক্টর মালিক ফুল মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ছুটে এসে নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে।
একের পর এক দুর্ঘটনার প্রেক্ষিতে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কটি দ্রুত চারলেন করার দাবি জানিয়েছে এলাকাবাসী।
সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন বলেন, কচুয়া-সাচার-গৌরিপুর সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ। এ সড়কটি বিআরটিসি বাস চলার যোগ্য নয়। আমরা চারলেন বিশিষ্ট রাস্তা নির্মাণের দাবি জানাচ্ছি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে। তবে বাস ও চালককে আটক করা যায়নি। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।