বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে টানা ১০ বার ইউপি সদস্য হওয়ার রেকর্ড গড়লেন শফিকুর রহমান
ফরিদগঞ্জ ব্যুরো ॥

স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময় হতে অনুষ্ঠিত সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য হিসেবে টানা ১০ বার নির্বাচিত হওয়ার রেকর্ড গড়লেন মোঃ শফিকুর রহমান। ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড থেকে থেকে তিনি ১৯৭২ সাল থেকে অদ্যাবদি বিজয়ী হয়ে আসছেন।

সর্বশেষ গত ৫ জানুয়ারির নির্বাচনেও তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে ইতিহাসের পাতায় স্থান করে নেন।

জানা গেছে, শফিকুর রহমান ইউনিয়ন পরিষদে ৬ বার প্যানেল চেয়ারম্যান হওয়া ছাড়াও দুইবার তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দক্ষিণ পশ্চিম বিষকাটালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি শেখ জামে মসজিদের প্রতিষ্ঠাতা এবং হানিফ কাজী জামে মসজিদের সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বিষকাটালি সমবায় সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানান, মোঃ শফিকুর রহমান তরুণ বয়সে ইউপি সদস্য হিসেবে জয়লাভ করে মানুষের হৃদয়ে স্থান করে নেয়ায় বয়সের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইলেও এলাকার লোকজন তাকে ভোটের মাঠে থাকতে বাধ্য করছেন। ইতিপূর্বে তার অবস্থান থেকে ওই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করার অনুরোধ করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।

টানা ৫০ বছর ধরে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করার বিষয়ে বলতে গিয়ে শফিকুর রহমান বলেন, আমার ওয়ার্ডের লোকজনের ভালবাসার জালে আমি আবদ্ধ। তাই চেয়ারম্যান পদে নির্বাচন করার লোভ সামলিয়ে সাধারণ সদস্য হিসেবেই জনগণের মাঝে থাকতে একই পদে গত ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন করছি। জনগণও তাকে বিপুল ভোটে নির্বাচিত করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়