বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০০:০০

সমাজের অসহায় নির্যাতিত মানুষের জন্যে কাজ করতে চাই
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

র‌্যাব-১১ কুমিল্লা কোম্পানি কমান্ডার (ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২) মেজর মোহাম্মদ সাকিব হোসেন চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল ৯ জানুয়ারি রোববার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে মেজর সাকিব হোসেন বলেন, সাংবাদিকরা দেশ এবং সমাজের আয়না। সাংবাদিকদের মাধ্যমে সব বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়া যায়। আমি সাংবাদিকদের সাথে অনেক সময় পার করেছি। সুসম্পর্ক রেখে কাজ করলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আমার কাজ করার ধরন একটু ভিন্ন। সব জায়গায় পদচারণা রয়েছে। তাই আমরা ঠিকভাবে কাজ করতে পারছি।

তিনি আরও বলেন, অনেক সীমাবদ্ধতা রেখে কাজ করতে হয়। আমি চাই আপনারা কিছু পজিটিভ কাজ করেন। আমি সব স্থানে কাজ করার চেষ্টা করছি। আমার কাজে কোনো স্থানে বাধা হয়নি। যার উপরে নক করার মতো অবস্থান নেই অর্থাৎ নিরীহ অসহায়, আমি তাদের জন্যে কাজ করতে চাই। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যে কাজ করলে মানুষের লাভ হবে, সামগ্রিকভাবে চাঁদপুর লাভবান হবে, সে কাজ করবেন আশা করি। আমি মাসে একবার হলেও চাঁদপুরে আসতে চাই। আপনারা আমাকে তথ্য দিবেন। বিশেষ করে সমাজের নিরীহ অসহায় মানুষ যারা নির্যাতিত তাদের জন্যে কাজ করতে আমি খুব আগ্রহী। আপনারা এ ধরনের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।

চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশার সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, আব্দুল আউয়াল রুবেল, আলম পলাশ, মাহবুবুর রহমান সুমন, প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ, ক্রীড়া সম্পাদক ফারুক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান মাহমুদ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক তালহা জুবায়ের, সদস্য শরীফুল ইসলাম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কেএম মাসুদ, এসএ টিভির চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, বাংলা টিভির প্রতিনিধি বিল্লাল ঢালী, চাঁদপুর দিগন্তের বিশেষ প্রতিনিধি জামাল হোসেন আখন্দ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়