প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০০:০০
কচুয়ায় সাচার নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় আহত হয়ে মারা যাওয়া শরীফ হোসেনের (২২) বাড়িতে আজও থামছে না শোকের মাতম। শরীফ হোসেন সাচার বাজারে একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
এ ব্যাপারে নিহতের বাবা শহিদুল্লাহ গত বৃহস্পতিবার রাতে বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ওইদিন রাতেই নুরে আলম (৩৫) ও মুসলিম উদ্দীন (৪৫) নামের দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের উভয়ের বাড়ি উপজেলার নয়াকান্দি গ্রামে। গত বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় বলে জানান কচুয়া থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন।