বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ০০:০০

হাইমচরে নির্বাচনী সহিংসতায় আরো একজনের মৃত্যু
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

হাইমচরে নির্বাচনী সহিংসতায় আরো একজনের মৃত্যু হয়েছে। ৭ জানুয়ারি সকাল ৯টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত মিজান গাজী (৫৫) ২নং আলগী উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত শাহাদাত গাজীর ছেলে। তিনি নৌকা ও তালা মার্কার সমর্থক ছিলেন। এ নিয়ে নির্বাচনী সহিংসতায় হাইমচরে ২ জনের মৃত্যু হয়।

জানা যায়, গত ৫ জানুয়ারি ২নং আলগী উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র জামিলায়ে মহিলা দাখিল মাদ্রাসায় ফুটবল ও মোরগ মার্কার মেম্বার প্রার্থীর কর্মীদের মাঝে সংঘর্ষ হয়। ওই সময় মিজান গাজী গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় লোকজন তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৭ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এর পূর্বে ৫ জানুয়ারি নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নির্বাচনী সহিংসতায় শরীয়তপুর জেলার পালং থানার সোনামুখি গ্রামের ইরফান বেপারীর পুত্র মীর হোসেন নিহত হন।

আলগী উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মিন্টু কবিরাজ জানান, মিজান গাজী ঢাকার ব্যবসায়ী। তিনি ভোট দেয়ার জন্য দেশে আসেন। নির্বাচনের দিন জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ফুটবল ও মোরগ মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মিজান গাজী তলপেটে ইটের আঘাত পেয়ে গুরুতর আহত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়