প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৪ বিদ্রোহী প্রার্থী গত ৫ জানুয়ারি বুধবার ভোটারের ভোটেই নিজেদের জয় নিশ্চিত করতে সক্ষম হয়েছেন।
আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা এ ৪ বিদ্রোহী প্রার্থী হলেন যথাক্রমে ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের হারুন অর রশিদ, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের বুলবুল আহাম্মেদ, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শাহআলম শেখ ও ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের কাউছারুল ইসলাম কামরুল।
বিভিন্ন হুমকি-ধমকি উপেক্ষা করে দলের বিদ্রোহী প্রার্থীদের এমন জয়ের চমক দেখানো নিয়ে স্থানীয়রা বলছে, দল করেছে বহিষ্কার, অন্যদিকে ভোট দিয়ে ভোটাররা দিয়েছে পুরস্কার।
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) কঠোরভাবে নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচন পরিচালনা করায় ভোটাররা নির্বিঘেœ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছে।
উল্লেখ্য, ফরিদগঞ্জে দল মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা ২২ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে উক্ত ৪ জন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।