প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:১০
আগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে, চাঁদাবাজি আর লুটপাটের জন্যে নয়
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি জননেতা শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ৫ অাগস্ট তৈরি হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে, চাঁদাবাজি আর লুটপাটের জন্যে নয়!
|আরো খবর
তিনি বলেন, সাধারণ খেটে খাওয়া নিরীহ মানুষ আজ শঙ্কিত অবস্থায় জীবনযাপন করছে। ইউনিয়ন পরিষদ সহ সকল জায়গায় একটি দল আধিপত্য বিস্তার করে চলেছে । আমি মনে করি, বিগত ১৫ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমানে কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই, তাই সকল দলকে সমানভাবে মূল্যায়ন করতে হবে । কোন্ দল কতোটুকু বড়ো হয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তা প্রমাণিত হবে। অতএব কোনো ইউনিয়ন পরিষদ থেকে ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে যদি বৈষম্য করা হয়, তাহলে ঐক্যবদ্ধভাবে আবার নব্য সেই জালেমদের প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।
শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন, আমরা মনে করেছিলাম আওয়ামী ফ্যাসিস্টবিরোধী সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো। কিন্তু আজ তার কোনো লক্ষণ আমরা দেখছি না। আমরা এতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। তাই ইসলামকেই আগামী রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। এছাড়া জাতি শান্তি ও মুক্তির পথ দেখবে না। এ ব্যাপারে জাতি আজ ঐক্যবদ্ধ। কারণ ইসলাম পরীক্ষিত একটি আদর্শ। ইসলাম ক্ষমতায় আসলে হানাহানি, মারামারি, চাঁদাবাজি, লুটপাট, জুলুম- নির্যাতন, মাদক শূন্যের কোঠায় নেমে আসবে। তাই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্যে ঐক্যবদ্ধভাবে ইসলামের সেই সুমহান আদর্শকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন উপরোক্ত কথাগুলো বলেন। লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মনির হোসেন দেওয়ানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মো. শাহ জামাল গাজী সোহাগ, চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার মো. বেলাল হোসেন, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল্লাহ, যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক শেখ মুহাম্মাদ হাবীবুর রহমান, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ, লক্ষ্মীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের উপদেষ্টা এ কে মোক্তার হোসাইন।
এছাড়াও সমাবেশে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।