প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ০০:০০
নির্বাচনী সহিংসতায় ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন কচুয়ার ও ১ জন হাইমচর উপজেলার। বুধবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় ছুরিকাঘাতে তারা মারা যান। পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
কচুয়ার সাচার এলাকায় নিহত যুবকের নাম শরীফ হোসেন। তার বাবার নাম শহীদ উল্লাহ, গ্রাম হাতিরবন্ধ। দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ দেখা দিলে ছুরিকাঘাতের শিকার হন শরীফ। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে হাইমচরের নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহেরচর এলাকায় বুধবার বিকেল ৩টায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে ১ জন মারা যান। তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি পাশর্^বর্তী শরীয়তপুরের বাসিন্দা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।