প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ০০:০০
১৩ ইউপির নির্বাচন
ফরিদগঞ্জে কয়েকটি স্থানে ব্যালট পেপার ছিনতাই, ৩ রাউন্ড গুলি
স্মরণকালের নিরাপত্তা, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জে উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ৫/৬টি ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন রাউ- গুলি ছুড়েছে পুলিশ।
|আরো খবর
সরজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক ভোটার উপস্থিত হয়। কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিলো লক্ষণীয়। সকাল থেকেই ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে বেলা ১২টার পর থেকে কয়েকটি কেন্দ্রে চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থী সমর্থিত নেতা-কর্মীদের মধ্যে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটে। বালিথুবা, উত্তর চাঁদপুর, ধানুয়া, বিরামপুর, সুবিদপুর ও মনতলা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধানুয়া ও সুবিদপুর কেন্দ্রে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। এতে কয়েকজন আহত হয়। দুপুরের দিকে দুর্বৃত্তরা উত্তর চাঁদপুর কেন্দ্রে হানা দিয়ে ৬টি ব্যালট পেপারের বই কেড়ে নেয়। এ সময় তারা দায়িত্বরত পুলিশ ও আনসারকে মারধর করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমান জানান, ছিনিয়ে নেয়া ৬টি ব্যালট পেপারের বইয়ের মধ্যে একটি মুড়ি ও ৬৩টি ব্যালটসহ তারা ফিরিয়ে দেয়। এছাড়াও চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
উপজেলার ১৩টি ইউনিয়নের নারী-পুরুষ মিলে মোট ২ লাখ ৭১ হাজার ৪১৪ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ৯৭৩ জন ও মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ৪৪১ জন। পুরো নির্বাচন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) সার্বক্ষণিক দায়িত্বে থেকে আইন-শৃঙ্খলার বিষয়টি তদারকি করেন। নির্বাচনে উপজেলাজুড়ে ছিলো বিজিবি, র্যাব, পুলিশ, ব্যাটলিয়ান পুলিশ ও আনসার-ভিডিপির নিরাপত্তা বাহিনী।