প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০০:০০
ক্ষমতাসীন রাজনৈতিক দলের যুব সংগঠন আওয়ামী যুবলীগ চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভায় বিভিন্ন স্থান থেকে আগত নেতৃবৃন্দের প্রায় শতাধিক মোবাইল চুরি করে নিয়েছে চোর চক্র। এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে শামিম নামের এক যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে উপস্থিত জনতা।
এদিকে এই মোবাইল চুরির হিড়িকে পড়ে মোবাইল খুইয়েছেন জেলা যুবলীগের শীর্ষ ক’জন নেতাও। চুরির ঘটনা বলতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, চোখের পলকে হাত থেকে বা পকেট থেকে মোবাইল নাই হয়ে যায়।
এদিকে বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন নেতার নেতৃত্বে মিছিলগুলো থেকেও এই মোবাইল চুরির ঘটনা বেশি ঘটেছে। চুরির ঘটনায় দলের তৃণমূল নেতা-কর্মী থেকে শীর্ষ নেতৃত্ব কেউ বাদ যাননি। অর্থাৎ চোরচক্র মুখ চেয়ে খাতির করে নি।
চাঁদপুর সদর মডেল থানার ডিউটি অফিসার এসআই সুমন জানান, চাকুরি জীবনে একই দিনে মাত্র কয়েক ঘন্টায় এতো জিডি আমি কখনোই করিনি। বিশেষ করে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক জিডি দায়ের হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, আরো বেশ ক’জন মোবাইল চুরির ঘটনায় জিডি করার অপেক্ষায় রয়েছেন।
এসআই ইসমাইল হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনায় আটক শামিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। আটকের সময় তার কাছ থেকে কোনো মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি। তার নিকট থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কিছু জানতে পারেন নি বলে জানান।
চাঁদপুরে স্মরণকালের মধ্যে কোনো রাজনৈতিক বা বড় ধরনের সামাজিক অনুষ্ঠানে এতো মোবাইল চুরির ঘটনা এবং এতো জিডি এটিই প্রথম বলে জানা গেছে।