প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০০:০০
মিলু শামস
বিকল্প ভালবাসা
স্নেহরা স্বার্থপর ভীষণ
মেঘের মতো বিচরণশীল
জীপলক ব্যাগে আটকে রাখা যায় না
রাখা যায় না বুকমার্কে সেভ করে;
দ্রুতগামী লিফটে নামবেই সে নিচে
থামানোর চেষ্টা হোক যত।
স্নেহ কিংবা ভালবাসা নয়
স্মৃতি আগলে সান্ত¦না খোঁজা তাই
এ সবের ছদ্ম নামে।
কেননা স্মৃতিও নি¤œগামী
বড় বেশি উথালপাথাল
নিপুণ নর্তকীর মতো
ঘুঙুর বাজায় অতীতের পায়।
একদিন যাবো নিশ্চয়
একদিন যাবো নিশ্চয়-
নক্ষত্রের আলোয় উঠোন ভরে গেলে
অপরাজিতার অভিজাত নীল
গায়ে মেখে
পৌঁছে যাবো ঠিক।
চপল চাঁদের রাতে
ছন্নছাড়া বেদে নৌকার
বহর বাঁধা
নদী-ঘাট থেকে
উঠে আসা হু হু বাতাস
কাঁপালে হৃদয়ের জিপসাম
কড়িকাঠ বীম
কী করে স্থির থাকি বলো?
বকুল সুবাসে ভেসে
সন্তর্পণে পা ফেলে একদিন
প্রজাপতি
নয়তো ঘাস ফড়িং হয়ে
বসবো তোমার অলিন্দের
চিরহরিৎ বনে।
মিলু শামস, সাহিত্য সম্পাদক, দৈনিক জনকণ্ঠ।