বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ২২:১৪

আপন কিডস স্পোকেন সেন্টারের ইংরেজি বানান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
আপন কিডস স্পোকেন সেন্টারের ইংরেজি বানান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আপন কিডস স্পোকেন সেন্টার আয়োজিত ইংরেজি বানান প্রতিযোগিতায় বিজয়ীর পুরস্কার গ্রহণ করছে শিশু শিক্ষার্থী।

আপন কিডস স্পোকেন সেন্টারের আয়োজনে ইংরেজি বর্ণাক্ষরে শুদ্ধ বানান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুর রোটারী ভবন মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরশাদ উদ্দিন। তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের সন্তানদের বাংলা ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা ইংরেজিতেও দক্ষ এবং পারদর্শী হয়ে উঠতে হবে। ইংরেজিতে শুদ্ধ উচ্চারণ এবং হাতের লেখায় দক্ষতা অর্জন করতে হবে। আপন কিডস স্পোকেন সেন্টার খুদে শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বর্ণাক্ষরে হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে, যা প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন, আমরা মনে করি, এটি একটি সময়োপযোগী আয়োজন। এমন আয়োজনের মাধ্যমে আমাদের সন্তানদের মাঝে ইংরেজি লেখার ভীতি দূর হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে। এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপন কিডস স্পোকেন সেন্টারের ফাউন্ডার ও প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জিতু মিয়া বেপারী, রোটারিয়ান মাসুদ হাসান, সহ-সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ, চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস, আপন কিডস স্পোকেনের মেন্টর ওয়ালী উল্লাহ, আপনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম ও যুগ্ম সাধারণ সম্পাদক সিত্তুল মুনা চৈতি। আপনের সদস্য তাসফিয়া সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থী, তাদের শিক্ষক, অভিভাবক এবং বিচারক মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। তিনটি বিভাগে অনুষ্ঠিত এ ইংরেজি বানান প্রতিযোগিতায় চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আপন কিডস স্পোকেন সেন্টারের মেন্টর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়। আয়োজনের সহযোগিতায় ছিলো ফেমাস ডেন্টাল কেয়ার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়