বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ২০:০৫

মতলব উত্তরে ধর্ষণ করে বিদেশে যুবক, ৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী বিপাকে

অনলাইন ডেস্ক
মতলব উত্তরে ধর্ষণ করে বিদেশে যুবক, ৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী বিপাকে

মতলব উত্তরে জোরপূর্বক ধর্ষণের পর প্রবাসে পাড়ি জমিয়েছে জনি (২২) নামের এক যুবক। এতে ধর্ষণের শিকার ওই কিশোরী (১৫) পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছে সে। এ বিষয়ে কিশোরী থানায় অভিযোগ দায়ের করেছে। উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্ষিতা কিশোরী থানায় অভিযোগে উল্লেখ করেছে, পাশের বাড়িতে প্রাইভেট পড়তে গেলে দেলোয়ার হোসেনের ছেলে জনি নির্জন পরিবেশ পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে প্রায় পাঁচ মাস আগে। এরপর ১৫ বছর বয়সী ওই কিশোরী ভয়ে কাউকে কিছু বলেনি। গত ৪ জানুয়ারি তার চালচলনে মা কিছুটা আন্দাজ করতে পারেন। পরে তাকে চাপ প্রয়োগ করে জিজ্ঞেস করলে ধর্ষণের ঘটনাটি খুলে বলে। এরপর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে গত ৫ জানুয়ারি তাকে ঢাকায় একটি প্রাইভেট হসপিটালে নিলে চিকিৎসকরা তাকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান। এ ঘটনার পর জনির পিতা-মাতাকে জানালে তাদের ছেলে ভালো এবং তার ছেলের নামে বদনাম ছড়ালে খবর আছে বলে তারা উল্টো হুমকি দেন। কোনো উপায়ন্তর না পেয়ে গত ৬ জানুয়ারি ওই কিশোরী বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেছে। পরে ৭ জানুয়ারি এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ধর্ষিতা কিশোরীর মা বলেন, এ ঘটনার কথা মেয়েটি ভয়ে বলতে চায়নি। পরে তাকে বিভিন্নভাবে জিজ্ঞেস করলে অবশেষে সত্য বলেছে। তিনি আরও বলেন, আমরা মামলা করেছি। আইনগতভাবে যা বিচার হয়, আমরা তা মেনে নিব, তবে আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। এদিকে জনির পিতা দেলোয়ার হোসেন বলেন, আমরা ছেলে গত ১৩ নভেম্বর সাইপ্রাস চলে গেছে। সে এ কাজ করেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনের বিচারে যা হয় আমি মেনে নেবো। এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, এ ঘটনায় জনির বাবা-মা ও বোনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : যুগান্তর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়