প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ২০:২৯
হাজীগঞ্জের ইছাপুরায় আধুনিক মাদ্রাসার উদ্বোধন
প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাংলার পাশাপাশি স্মার্ট এডুকেশনে আরবি, ইংলিশ, অংকসহ আধুনিকতার সমন্বয়ে এক মাদ্রাসার যাত্রা শুরু হয়েছে। প্রবাসী আলহাজ্ব মো. খোরশেদ আলম বকাউলের নিজস্ব অর্থায়নে ১ ডিসেম্বর হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশ গ্রাম ইউনিয়নের দক্ষিণ ইছাপুরা গ্রামে জামিয়াতুল বানাত হাকিমিয়া তফুরিয়া আল ইসলামিয়া মাদ্রাসা নামে এই আধুনিক মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
|আরো খবর
আলহাজ্ব মো. খোরশেদ আলম বকাউলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজানি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. মিজানুর রহমান। তিনি বলেন, মক্তবের শিক্ষার্জন করেই শেষ নয়, সুশিক্ষা অর্জন করার জন্যে আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয়ার চেষ্টা করেন, যা শিখে হালাল-হারাম ইহকাল-পরকাল শিখতে পারবে। পাশাপাশি আধুনিকতার সমন্বয়ের জন্যে বাংলা, ইংরেজি, আরবি, অংক শিখান।
মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর ওসমানিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. তাজুল ইসলাম, ১২নং দ্বাদশ গ্রাম ইউপি মেম্বার মো. মোশাররফ হোসেন, মাদ্রাসার কো-অর্ডিনেটর মোহাম্মদ হাসানাত উল্লাহ, রামরা মাদ্রাসার শিক্ষক মাওলানা আল আমিন, ইছাপুরা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন, চাঁদপুর ওয়্যারলেস মাদরাসার শিক্ষক মো. মোশারফ হোসেন ও মো. জামাল হোসেন।
উপস্থিত ছিলেন তোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. রুস্তম আলী প্রধান , মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিরাজ, ব্যবসায়ী কামাল উদ্দিন স্বপন, ব্যবসায়ী মো. শহিদুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।