মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ২৩:১৬

ফরিদগঞ্জে ওপেন হাউজ অনুষ্ঠানে এএসপি (সার্কেল) পংকজ কুমার দে

সংস্কার শেষে পুলিশ আরো জনবান্ধব হয়ে উঠবে

ফরিদগঞ্জ ব্যুরো
সংস্কার শেষে পুলিশ আরো জনবান্ধব হয়ে উঠবে

৫ আগস্ট গণঅভ্যুত্থান-পরবর্তী আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং পুলিশ ও জনতার মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ফরিদগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) পংকজ কুমার দে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের পুলিশের যে আইনগুলো রয়েছে, তার অধিকাংশই ব্রিটিশ আমলের। এগুলো সংস্কার হচ্ছে। আশা করছি, সংষ্কার শেষে পুলিশ আরো জনবান্ধব হয়ে উঠবে। এজন্যে আমরা আপনাদের সকল পক্ষের সহযোগিতা চাই। আমরা চাই, পুলিশ এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে চাঁদপুর জেলা তথা ফরিদগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা আরো সুদৃঢ় হবে। ইতিমধ্যেই আমরা ফরিদগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের কমিটি অনেকটা গুছিয়ে এনেছি। আশা করছি, দ্রুত কমিটি তাদের কার্যক্রম শুরু করতে সক্ষম হবে।

তিনি আরো বলেন, ফরিদগঞ্জে গরু চুরি, সিঁদেল চুরি, মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে পুলিশকে যথাযথভাবে আপনারা সহযোগিতা করবেন। এগুলো রুখতে সকলকে এখন থেকে সজাগ থাকতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, উপজেলা জামায়াতের আমির ইউনুছ হেলাল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, তুলাতলি মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন, গণমাধ্যমকর্মী আবু হেনা মোস্তফা কামাল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সদস সচিব প্রবীর চত্রবর্তী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক সদস্য সচিব আ. মতিন, ছাত্র সমাজের প্রতিনিধি আশরাফ উদ্দিন, শিক্ষক ফুলসার হোসেন প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপি নেতা এমএ টুটুল পাটওয়ারী, সাবেক ইউপি চোরম্যান বিল্লাল হোসেন খান, বিএনপি নেতা সোহেল খান, সাবেক কাউন্সিলর সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়