প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ২১:২২
পুকুরে মুরগির বিষ্ঠা ফেলায় মাছ মরে গেছে
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা গ্রামে চাষাবাদকৃত পুকুরে মুরগির বিষ্ঠা ফেলার কারণে মাছ মরে ভেসে উঠেছে। জানা যায়, নিজগাছতলা গ্রামের মাসুদ আখন পুকুর ইজারা নিয়ে মাছ চাষাবাদ করে আসছে। তার চাষাবাদকৃত পুকুরে মুরগির বিষ্ঠা ফেলার কারণে মাছ মরে ভেসে উঠে। এতে তার প্রায় ২ লাখ টাকার মাছ মরে যায়। এ ব্যাপারে মাসুদ আখন বলেন, আমি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছি। পুকুরের পাশে থাকা মুরগির ফার্ম থেকে মুরগির বিষ্ঠা পুকুরে ফেলার কারণে পানি নষ্ট হয়ে মাছ মরে গিয়ে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ২ লাখ টাকার মাছ মরে গেছে। গেলো বন্যায় আমার ইজারাকৃত পুকুরের মাছ চলে গিয়ে বড়ো ধরনের ক্ষতি হয়। এখন আবার মুরগির বিষ্ঠা ফেলার কারণে মাছ মরে যাওয়ায় আবারো ক্ষতির শিকার হয়েছি।