সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ২০:৫১

বাগাদী ইউনিয়ন যুবদলের বিতর্কিত পূর্বের কমিটির সভাপতিকে বহাল রাখায় অসন্তোষ

অনলাইন ডেস্ক
বাগাদী ইউনিয়ন যুবদলের বিতর্কিত পূর্বের কমিটির সভাপতিকে বহাল রাখায় অসন্তোষ

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন যুবদলের (আংশিক) সভাপতি মোঃ মহসিন আলম মিয়াজীকে নিয়ে চলছে বিতর্ক ও নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ। কমিটির নেতারা জানান, পূর্বে যে সভাপতিকে নিয়ে বিতর্ক থাকায় কমিটি বিলুপ্ত করা হয়েছিলো, সেই সভাপতিকে আংশিক কমিটির সভাপতি করায় আমাদের নেতা-কর্মীদের মাঝে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। ইউনিয়ন যুবদলের (আংশিক কমিটির) বিতর্কিত সভাপতি মোঃ মহসিন আলম মিয়াজীকে অপসারণ করতে জোর দাবি তুলেছেন ইউনিয়নের নেতা-কর্মীরা।

১১ নভেম্বর সোমবার চাঁদপুর সদর উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক কেএম নজরুল ইসলাম (নজু) ও ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজলের স্বাক্ষরিত এক পত্রে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে যুবদলের ‘আংশিক কমিটি’ নিয়ে অসন্তোষ দানা বাঁধছে। ত্যাগী আর সক্রিয় নেতাদের বদলে নিষ্ক্রিয়, বিতর্কিত ও অখ্যাতদের দিয়ে এ সংগঠনের ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ উঠেছে। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেতারা আরো বলেন, এই কমিটি গঠনের ক্ষেত্রে ‘এক নেতার এক পদ’ নীতিও অনুসরণ করা হয়নি। রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় নেতাদেরও পদায়ন করা হয়েছে। এমনকি কোনোদিন যুবদলের রাজনীতি করেননি এমন নেতাদেরও পদে রাখা হয়েছে। আর্থিক সুবিধার বিনিময়ে অনেক নেতার পদায়ন হয়েছে বলেও অভিযোগ রয়েছে। কমিটি গঠনের ক্ষেত্রে এমন সব অনিয়মের অভিযোগ এনে একজন নেতা পদত্যাগ করার হুমকিও দিয়েছিলেন। এর আগেও ৮নং বাগাদী ইউনিয়ন যুবদল কমিটি নিয়ে তেলেসমাতির ঘটনা ঘটেছে, যাতে ইউনিয়ন যুবদলের কমিটির মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গত ২১/১১/২০২৩ খ্রিঃ তারিখে ৮নং বাগাদী ইউনিয়ন যুবদলের ৫ জনের পদে সাময়িকভাবে স্থগিতাদেশ দেয়া হয়। নিষ্ক্রিয়তার অভিযোগে ১৩/১০/২০২৪ খ্রিঃ তারিখে চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম নজু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল স্বাক্ষরিত এক পত্রে ৮নং বাগাদী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ১৫/১০/২০২৪ খ্রিঃ মঙ্গলবার পূর্বে বিগত কমিটির ৪ জনের উপর থেকে অব্যাহতি প্রত্যাহার করা হয়। তখন প্রশ্ন উঠে, 'বিগত দিনে করা কমিটির অব্যাহতি কীভাবে প্রত্যাহার করা হয়েছে? আর যদি বিলুপ্ত করা কমিটির অব্যাহতি প্রত্যাহার করা হয়, তাহলে পূর্বে বিলুপ্ত করা কমিটি বহাল হয়ে যায়! তখন ইউনিয়নের এক বিএনপি নেতা ক্ষোভ করে বলেন, রাজনীতিতে ৮নং বাগাদী ইউনিয়ন যুবদল নিয়ে সদর উপজেলা যুবদল তেলেসমাতি করছে। পরে গত ১১ নভেম্বর সোমবার ৮নং বাগাদী ইউনিয়ন যুবদলের (আংশিক) কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মোঃ মহসিন আলম মিয়াজী (সভাপতি), মোঃ রাজন পাঠান দাদন (সহ- সভাপতি), মোঃ মোবারক হোসেন বাবু (সহ-সভাপতি), আলাউদ্দিন নয়ন (সহ- সভাপতি), মোঃ মমিন গাজী (সাধারণ সম্পাদক), মোঃ ইউসুফ গাজী (যুগ্ম সাধারণ সম্পাদক) ও সোহাগ কবিরাজ (সাংগঠনিক সম্পাদক)। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার জন্যে নির্দেশ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়