শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ২১:০২

ফরিদগঞ্জে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের মাঝে পোনা মাছ বিতরণ

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের মাঝে পোনা মাছ বিতরণ
ফরিদগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্যচাষিদের পোনা মাছ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) ফরিদগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় প্রাথমিকভাবে একশত প্রান্তিক মৎস্যচাষিকে জনপ্রতি ১০ কেজি করে দেশীয় পোনা মাছ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের পরিচালনায় বিতরণপূর্ব আলোচনায় উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, প্রেসক্লাবের সভাপতি মামুনু রশিদ পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, কয়েক মাস পূর্বে টানা বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতায় ফরিদগঞ্জে মৎস্যচাষিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে। সরকারিভাবে প্রাথমিকভাবে প্রান্তিক মৎস্যচাষিদের সহায়তার জন্য ১০ কেজি করে পোনা মাছ একশত জনকে প্রদান করা হয়। এই কর্মসূচি অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়