শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ২০:৫৭

ছাত্র ফোরামের কর্মীসভায় অ্যাড. সেলিম আকবর

পরিবর্তনে ছাত্রসমাজই যথেষ্ট

স্টাফ রিপোর্টার ॥
পরিবর্তনে ছাত্রসমাজই যথেষ্ট
ছাত্র ফোরামের সভায় বক্তব্য রাখছেন জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।

চাঁদপুর জেলা ছাত্র ফোরামের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে শহরের চেয়ারম্যান ঘাটস্থ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।

সভায় তিনি বলেন, যে কোনো পরিবর্তনের ছাত্র সমাজই যথেষ্ট। যুগে যুগে বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ছাত্রসমাজই অগ্রণী ভূমিকা পালন করেছে। স্বাধীনতা যুদ্ধে, নব্বইয়ের গণআন্দোলনে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রসমাজের অগ্রণী ভূমিকার সাথে সাধারণ জনতার সম্মিলিত উদ্যোগেই পরিবর্তন এসেছে দেশে। দুর্ভাগ্যের বিষয় ছাত্র-জনতা বিভিন্ন সময় যে পরিবর্তন করে নতুন কিছু আশা করে তার কিছুদিন পর সে আশা ভঙ্গ হয়ে যায়। সেই ক্ষেত্রে ২০২৪ সালের আন্দোলনকে যৌক্তিক পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য দলমত নির্বিশেষে ছাত্র জনতার সুদৃঢ় ঐক্যের প্রয়োজন।

ছাত্রনেতা মেহেদী হাসান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক হাজী আশ্রাফ বাবু সরকার, সদর থানার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গাজী, গণফোরাম নেতা অ্যাড. আবু সুফিয়ান, মমিনুর রহমান মিন্টু, শহর গণফোরাম নেতা মিজান বিশ্বাস, ছাত্র ফোরামের নেতা রাজু হোসেন, আলআমিন, মোশারফ হোসেন, সিয়াম, আহমেদ মাহিম, রায়হান চৌধুরী, রিহান আখন্দ, মো. ইয়াফি, ইয়াসিন খান, সিরাজ, সালাউদ্দিন, জুনায়েদ সিদ্দিকী, রাসেল, ইয়াসিন, বাদল, কল্যাণপুর ইউনিয়ন গণফোরামের সভাপতি মহসিন খান, পৌর ১২নং ওয়ার্ড সভাপতি তাফাজ্জল হোসেন তাফু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়