প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ২১:২৭
চাঁদপুর শহর জামায়াতের বিক্ষোভ সমাবেশ
রাজধানী ঢাকায় ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের নৃশংস হামলা ও জামায়াত-শিবির কর্মীদের হত্যার বিচারের দাবিতে ২৭ অক্টোবর রোববার বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বর বাইতুল আমিন মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর শহর জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নব-নির্বাচিত আমির মাওঃ বিল্লাল হোসেন মিয়াজী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনারা জানেন ২০০৬ সালে চারদলীয় জোট সরকারের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দিন ছিলো। ওইদিন বাইতুল মোকাররমের সামনে জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনার নির্দেশে তার নেতা-কর্মীরা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উপর লগি-বৈঠা নিয়ে ঝাঁপিয়ে পড়ে পৈশাচিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের নেতা-কর্মীদের একের পর এক হত্যায় মেতে উঠে। তারা শুধু আমাদের নেতা-কর্মীদের হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা আমাদের ভাইদের লাশের উপর নৃত্য করেছিল। যার প্রেক্ষিতে ১/১১ সৃষ্টি হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমাদের উপর একের পর এক নির্যাতন চালিয়েছিলো। মনগড়া আইন তৈরি করে জামায়াতে ইসলামীর সিনিয়র নেতাদের ফাঁসির মাধ্যমে ইসলামী আন্দোলনকে এদেশের মাটি থেকে নিভিয়ে দিতে চেয়েছিল। তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বলেছিল। কিন্তু তাদের অপকর্মের বিরুদ্ধে এদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান গড়ে তোলে। এ দেশের মাটি থেকে আমরা তাদের হটিয়ে দিয়েছি। আমরা অসংখ্য গুম, খুন, হামলা-মামলা, নির্যাতন সহ্য করেও এদেশের মাটিতে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমরা বর্তমান সরকারের প্রতি ২০০৬ সালের ২৮ অক্টোবরে লগি-বৈঠা দিয়ে যারা আমাদের নেতা-কর্মীদের হত্যা করেছিল তাদের বিচারের দাবি জানাচ্ছি।
শপথ চত্বরে সমাবেশ শেষে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক দিয়ে ছায়াবাণী মোড়, হাজী মহসিন রোড, নতুন বাজার মোড়, জেএমসেনগুপ্ত রোড হয়ে কুমিল্লা রোডে এসে শেষ হয়।
শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডঃ মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ মোঃ বেলায়েতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডঃ মাসুদুল ইসলাম বুলবুল, সহ-সেক্রেটারী অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ নাছির উদ্দীন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আলী, শহর ছাত্র শিবিরের সভাপতি মোঃ ফারুক হোসাইন প্রমুখ।