প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ২২:১৩
সময়ের মূল্য দিতে পারলে অবশ্যই ভবিষ্যতের ফল মিলবে
-------ইউএনও সুলতানা রাজিয়া
ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রূপসা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি পরিদর্শন করেন। পরে তিনি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাথে সংক্ষিপ্ত পরামর্শমূলক মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, এ বছরের পরীক্ষার্থীদের নানা কারণে লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে লেখাপড়ায় আরো বেশি মনোযোগী হতে হবে। তোমরা ভবিষ্যতে কী হতে চাও তার জন্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সময়ের মূল্য দিতে পারলে অবশ্যই ভবিষ্যতের ফল মিলবে। আমি চাই, আমি আজ যেখানে দাঁড়িয়ে, তোমরাও সেখানে আসো। ভালোভাবে অধ্যয়ন করতে হবে, পড়ালেখায় ফাঁকি দেয়া মানে নিজেকে ফাঁকি দেয়া। এর আগে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ অন্যান্য শিক্ষকের সাথে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ উপস্থিত ছিলেন।