প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ২১:১০
কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রশীদ পাঠানের মৃত্যুবার্ষিকী পালিত
কচুয়ার যুদ্ধকালীন কমান্ডার ও পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রশীদ পাঠানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার সম্মেলন কক্ষে দোয়া মিলাদ ও কবর জিয়ারত শেষে মুক্তিযুদ্ধ ও তাঁর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আঃ রাজ্জাক আনোয়ারীর সভাপতিত্বে মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, সহকারী কমান্ডার সালাউদ্দিন মানিক, পালাখাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মরহুমের সন্তান রাকিবুল হাসান জেমস, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আঃ কুদ্দুছ খান, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদার, শিকড় সংবাদের সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু, ফাতেমা আইডিয়েল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, সহকারী শিক্ষক মোঃ মাহবুব আলম, সমাজসেবক মোঃ মিজানুর রহমান, মাদ্রাসার ছাত্র মুক্তার হোসেন প্রমুখ। স্মৃতিচারণ শেষে দোয়া মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মোঃ দেলোয়ার হোসেন।