সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ২০:৩৩

মতলব উত্তরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

আমরা কোনোরকম ধর্মীয় গোঁড়ামি বরদাশত করবো না

-----------ড. মুহাম্মদ জালাল উদ্দীন

মাহবুব আলম লাভলু ॥
আমরা কোনোরকম ধর্মীয় গোঁড়ামি বরদাশত করবো না
মতলব উত্তরে পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য রাখছেন আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দীন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতলব উত্তর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দীন। শনিবার গভীর রাত পর্যন্ত উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি সরকারি বাড়ি, নান্দুরকান্দি কালীমন্দির, গজরা ইউনিয়নের গজরা ও ছেংগারচর পৌরসভার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরসহ বিভিন্ন গ্রামে পূজামণ্ডপে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে ড. মোহাম্মদ জালাল উদ্দীন বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ। প্রত্যেক ধর্মের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষা করতে হবে। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশি। কোনো ধর্মের ধর্মীয় চেতনাকে কোনোভাবেই আঘাত করা যাবে না। তিনি আরও বলেন, প্রাচীনকাল থেকে এ দেশে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছেন। আমরা কোনোরকম ধর্মীয় গোঁড়ামি বরদাশত করবো না।

ড. জালালের সাথে  ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রাধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেণু, যুগ্ম আহ্বায়ক মুরাদ বেপারী, সাইফুল ইসলাম বাবু সরকার, সদস্য নাছির মৃধা, আল-আমিন সরকার, সাগর প্রধান, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়