প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০০:৪২
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের শিক্ষক দিবস উদ্যাপন
অধ্যাপক মো: জাকির হোসেনের সংবর্ধনা
অধ্যাপক মো: জাকির হোসেনের সংবর্ধনা
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন করা হয়েছে। ১১ অক্টোবর চাঁদপুর রোটারী ভবনের নূরুর রহমান কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ জাকির হোসেন।
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি কাজী আজিজুল হাকিমের সঞ্চালনায় ও সচিব রোঃ ওবায়েদুর রহমানের সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ শারমিন আক্তার সংবর্ধিত অতিথির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করেন। এরপর ফুলের মালা পরিয়ে তাঁকে বরণ করেন ক্লাব সভাপতি ও সচিব।
এছাড়া চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মুহতাদী শাফী সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে ‘জাকির হোসেন স্যারকে শ্রদ্ধার্ঘ্য’ ছড়াটি পাঠ করেন এবং অতিথির হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা।
এছাড়াও চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের শিক্ষকতা পেশায় নিয়োজিত সদস্যদের তাঁদের উৎসাহ প্রদানের জন্যে ছড়া আকারে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা কার্ড এবং ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন সংবর্ধিত অতিথির হাত থেকে। তারা হলেন : রোঃ শাহজালাল খান লিটন, রোঃ নাজমুর নাহার, কিরণ দাস, হালিমা তুজ সাদিয়া, জান্নাতুল ফেরদাউস সোমা, মোহনা আক্তার মিলি, জান্নাতুল ফেরদৌস মিম, ফাতেমা আক্তার, আবিদা সুলতানা অপি ও নূরে আলম নিরব।
এ সময় শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি অ্যাডঃ মোঃ নজরুল ইসলাম পিএইচএফ, সাবেক সভাপতি ডাঃ এমজি ফারুক ভূঁইয়া, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি রোঃ শাহজালাল খান লিটন, শাহরিয়ার খান হিমেল ও রোঃ কিরণ চন্দ্র দাস।
সংবর্ধিত অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষক হচ্ছে একজন সম্মানীয় ব্যক্তি। শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশায় যাঁরা আছে তাঁদের অবশ্যই সৎ এবং আদর্শবান হতে হবে। বর্তমান সমাজে শিক্ষকের সম্মান, শ্রদ্ধা ছাত্রদের কাছ থেকে কমে গিয়েছে। এর জন্যে শিক্ষক দায়ী নয়, দায়ী রাষ্ট্রের কাঠামো। শিক্ষকদের সম্মানের জায়গা ধরে রাখতে হলে ঠিক মতো ক্লাস করাতে হবে। প্রাইভেট না পড়ালে ফেল করিয়ে দিবে সেই ভয় দেখানো যাবে না। আমি আমার শিক্ষকতা জীবনে সুযোগ থাকা সত্ত্বেও আমি আমার কলেজের ছাত্র/ছাত্রীদেরকে কখনো প্রাইভেট পড়াইনি। এটা আমার অর্জন। শিক্ষক হতে চাইলে অবশ্যই শিক্ষকের মতো হতে হবে, ছাত্রদের মনে জায়গা করে নিতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে একটি কথা বলি, শিক্ষকদের অবশ্যই সম্মান, শ্রদ্ধা-ভক্তি করবে। তাহলেই তোমরা মানুষের মতো মানুষ হয়ে দেশের মেরুদণ্ড হয়ে কাজ করতে পারবে। সবশেষে এইটুকুই বলবো, চাঁদপুর রোটারেক্ট ক্লাবের সভাপতি ও সকল রোটার্যাক্টর আমাকে যেভাবে সংবর্ধিত করেছেন, তাতে আমি তৃপ্ত। অনুষ্ঠানে রোটার্যাক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন রোঃ তাইয়্যেব হোসাইন, রোঃ রোদেল জাহান অন্তরা, রোঃ শান্তা আক্তার ও আবু সাঈদ ফারাবি। ভিজিটিং রোটার্যাক্টরদের মধ্যে ছিলেন হিলশা সিটি রোটার্যাক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অর্নব সাহা, খাদিজা আক্তার ও রোঃ ইসরাত জাহান।