সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০০:৩৮

মতলব উত্তরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক

নাগরিক হিসেবে সকল ধর্মের মানুষ সমান

মাহবুব আলম লাভলু
নাগরিক হিসেবে সকল ধর্মের মানুষ সমান

নাগরিক হিসেবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা কোনো পরিচয় নেই। নাগরিক হিসেবে সকল ধর্মের মানুষ সমান। অধিকারও ভোগ করবে সমান। হিন্দুরা সংখ্যালঘু হলেও নাগরিক সুযোগ সুবিধার ক্ষেত্রে সংখ্যালঘু নয়। শুক্রবার রাতে মতলব উত্তর উপজেলার ফতেহপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি কালী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানে মিলেমিশে বসবাস করে। পূজা উদযাপন যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সেজন্যে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি জানি চাঁদপুরের মানুষ খুবই শান্তিপ্রিয়। তাই আমার মনে হয় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটবে না।

নান্দুরকান্দি কালী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী ইন্দ্রজিৎ চন্দ্র হালদারের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। উপস্থিত ছিলেন চাঁদপুরে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম, পুলিশ সুপার মো. আবদুর রাকিব, সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবির, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক, ডিবির অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিনসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়