সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১৩:২৫

ফরিদগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার

দুর্গতিনাশিনী দুর্গা সমাজের সকল অপশক্তি দূর করে শান্তি বয়ে আনবেন

.সুদীপ্ত রায়

ফরিদগঞ্জ ব্যুরো।।
দুর্গতিনাশিনী দুর্গা সমাজের সকল অপশক্তি দূর করে শান্তি বয়ে আনবেন

... চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায় ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। মহাসপ্তমীর দিন বৃহস্পতিবার রাতে তিনি উপজেলা সদরের শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের পূজা মণ্ডপ, দাসপাড়া যুব সংঘের পূজা মণ্ডপ, চান্দ্রা বাজারস্থ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির পূজা মণ্ডপ, রূপসা সর্বম মঙ্গলা যুব সংঘ পূজা মণ্ডপ ও গুপ্টি সেনবাড়ি কাত্যায়ানি মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন। শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির পূজা মণ্ডপ পরির্দশনকালে তাঁর সাথে ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহাম্মদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন দাস, প্রবীর চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার এবং পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুর্গতি নাশিনী দুর্গা আমাদের সমাজ থেকে সকল অপশক্তি দূর করার মাধ্যমে শান্তি বয়ে আনবেন এই কামনা করি। আপনারা জানেন, এ বছর বিশেষ পরিস্থিতির কারণে প্রতিটি মণ্ডপে স্তরে স্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্বৃত্তরা যাতে কোনোভাবেই আমাদের সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্যে আমাদের আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও পূজা মণ্ডপকে ঘিরে নিরাপত্তা বলয় সৃষ্টি করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়