বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১৫:২৭

শাহরাস্তি প্রেসক্লাবের নবাগত সদস্যদের মনমুগ্ধকর আয়োজনে সিক্ত হলেন সাংবাদিক নেতৃবৃন্দ

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি প্রেসক্লাবের নবাগত সদস্যদের মনমুগ্ধকর আয়োজনে সিক্ত হলেন সাংবাদিক নেতৃবৃন্দ

প্রেসক্লাব জগতে আরেকটি নতুন ইতিহাস রচিত হলো শাহরাস্তি প্রেসক্লাবে। একের পর এক ইতিহাস সৃষ্টি করছে এই সংগঠনটি।

দীর্ঘ অপ্রাপ্তির ইতিহাস পিছনে ফেলে বিগত ২০ মাসে প্রাপ্তি বা অর্জনের ঝুলিতে যোগ হলো এক সাথে ১২ জন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা।

৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার স্বনামধন্য বিনোদন স্পর্ট রিভার ভিউতে বসেছিলো নবীণ-প্রবীণ সাংবাদিকদের এক মিলন মেলা।

সেখানে নবাগত সদস্যরা এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রবীণ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল।

নবাগত সদস্য মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি বাবু সজল পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, কার্যনির্বাহী সদস্য মোঃ ফারুক আহমেদ চৌধুরী, মোঃ ফয়েজ আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, দপ্তর সম্পাদক মহিন উদ্দীন মাইনু, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন।

এছাড়া নবীণদের মধ্যে মোঃ জসিম উদ্দীন, টেলিকনফারেন্সে আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম পাটোয়ারী, ফয়সাল আহমেদ, হাসান আহমেদ বাবলু, আহসান হাবীব, আবু মুছা আল্ শিহাব, মোছাদ্দেক হোসেন জুয়েল, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, রোমানা বিলকিছ ও রকি চন্দ্র সাহা বক্তব্য রাখেন।

এসময় নবীণ সদস্যগনের উদ্দেশ্যে প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিকগন বলেন, এই পেশায় আপনাদের অতিতের ভূমিকা প্রশংসনীয়। আগামীতে প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নিজেকে গড়ে তুলবেন। আমার মাধ্যমে ভীতি সঞ্চারিত না হলে সমাজের লোক উপকৃত হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেকে সচেষ্ট রাখলে সমাজের দর্পণ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবেন। তাই তারা সংগঠনের স্বার্থে সবাইকে তৈরী হওয়ার উদাত্ত আহবান জানান।

নবীণ সদস্যরা বলেন, দীর্ঘ বছর অতিবাহিত হওয়ার পর কাজল-স্বপন পরিষদের মাধ্যমে আমরা আজ প্রেসক্লাবের সদস্য হওয়ার স্বীকৃতি পেয়েছি। একসাথে ১২ জন নবীণ সদস্যকে প্রেসক্লাবে অন্তর্ভুক্ত করা এটি একটি ইতিহাস। তাই সভাপতি, সাধারণ সম্পাদক ও যাছাই বাছাই কমিটির সকল বিজ্ঞ জনকে ফুলের তোড়া হাতে তুলে দিয়ে অকৃত্রিম কৃতজ্ঞতার চাদরে আবৃত করেছেন তারা।

সভা শেষে সকলে মিলে নৈশভোজে মিলিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়