রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ২২:১০

ফরিদগঞ্জ আদর্শ একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জ আদর্শ একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

নানা আয়োজনের মধ্য দিয়ে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ একাডেমী ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৯ অক্টোবর বুধবার সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। আদর্শ একাডেমীর অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ ওসমানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ একাডেমীর সভাপতি ও লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর আল-আমিন সোসাইটির নির্বাহী সদস্য বিল্লাল হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মামুনুর রশিদ পাঠান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়ালি উল্যাহ, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মাওলানা আব্দুল কুদ্দুস, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ নাছির উদ্দিন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য, অভিভাবক ও সুধীজন। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর হাতে সান্ত্বনা পুুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়