শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

নিজ বাড়িতে চির নিদ্রায় শায়িত অ্যাডঃ মিজানুর রহমান

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
নিজ বাড়িতে চির নিদ্রায় শায়িত অ্যাডঃ মিজানুর রহমান

নিজ বাড়ি চাঁদপুর সদর উপজেলার উত্তর মৈশাদীতে চির নিদ্রায় শায়িত হলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব অ্যাডঃ মোঃ মিজানুর রহমান।

২২ জানুয়ারি সোমবার বাদ আসর উত্তর মৈশাদী মিজি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম পাটওয়ারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল ও সাবেক সভাপতি অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মরহুমের চাচাতো ভাই ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ। জানাজায় ইমামতি করেন মাওলানা আঃ মুমিন।

আলহাজ্ব অ্যাডঃ মিজানুর রহমান মিয়া বসবাস করতেন চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডস্থ ভাইয়া মঞ্জিলে। তাঁর বাবার নাম মরহুম আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মিয়া। তাঁদের নিজ বাড়ি চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দি এলাকায়। তিনি ১৯৬২ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ২১ জানুয়ারি রোববার রাত ১০টা ৫০মিনিটে মতলব দক্ষিণ উপজেলার কলাদী এলাকায় মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। মৃত্যুর দিনও তিনি আদালতের কাজ শেষ করে বাড়িতে ফিরেন। রাতে নিজ চেম্বারে আসেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে। রাত ১০টায় নির্বাচনের জন্যে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্যে তার বন্ধু জেলা আইনজীবী সমিতির ২০২৪ সালের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী অ্যাডঃ সেলিম আকবর ও অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরামকে সাথে নিয়ে আইনজীবীদের বাড়িতে যান। কলাদীতে অ্যাডঃ নাজিমউল্লা বাপ্পীর বাড়িতে কথা বলার সময় হার্টঅ্যাটাক করে তিনি মারা যান। সাথে সাথে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার এ মৃত্যুর খবর শুনে আইনজীবীসহ তার আত্মীয়-স্বজন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিরা ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ছুটে আসেন তাকে এক নজর দেখার জন্যে।

আলহাজ্ব মিজানুর রহমান ১৯৭৮ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনস্থ গণি আদর্র্শ উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ১৯৮০ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি ও ১৯৮৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. (অর্নাস), ১৯৮৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এম.এস.এস. পাস করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ চট্টগ্রাম আইন কলেজ হতে ১৯৯২ সালে এল.এল.বি. পাস করেন এবং ১৯৯৩ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হন এবং ১৯৯৩ সালের ২৬ এপ্রিল চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন। মৃত্যুর দিন পর্যন্ত তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। তার সহধর্মিণীর নাম মিরানা রহমান জলি। তিনি একজন গৃহিণী। তাঁর বড় ছেলে আসিফ রহমান জিসান বর্তমানে পড়াশোনার জন্যে ফিনল্যান্ডে অধ্যয়নরত। ২য় ছেলে ফাহাদ রহমান জাবির আল আমিন একাডেমীর এইচ.এস.সি. পরিক্ষার্থী। তাঁর একমাত্র কন্যা নওশিন রহমান মিম একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত। তিনি ২০০১ সাল থেকে ২০০৫ পর্যন্ত এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়