শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

কমিউনিটি পুলিশিং টহল সদস্যরা রাতে জনগণের জানমালের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন

----------------জেলা প্রশাসক কামরুল হাসান

কমিউনিটি পুলিশিং টহল সদস্যরা রাতে জনগণের জানমালের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, কমিউনিটি পুলিশিং টহল সদস্যরা রাতে জনগণের জানমালের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পুলিশের সহায়ক বাহিনী হিসেবে কাজ করেন। তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং কমিটির কর্মকর্তা ও টহল সদস্যরা মানুষের জানমাল রক্ষা, মাদক ও ইভটিজিং রোধে পুলিশকে সহযোগিতাসহ সামাজিক অবক্ষয় রোধে দায়িত্ব পালন করেন। পুলিশের সাথে জনগণের ঐক্য প্রচেষ্টা ও সেতুবন্ধনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অপরিহার্য।

তিনি গতকাল ৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তাঁর বক্তব্যে এ কথাগুলো বলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয়ক সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ এসএম সহিদ উল্লাহ, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ ও ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, চাঁদপুর পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সেলিম খান ও মফিজুল ইসলাম সেলিম, পরিবহন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাশেদুল হক, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম, অঞ্চল-৭-এর সভাপতি শাহ আলম মল্লিক, নিড়াপদ সড়ক চাই জেলা কমিটির প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।

সমাবেশ শেষে র‌্যালিটি পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়