প্রকাশ : ২৯ জুন ২০২৩, ১২:৫৮
জগন্নাথদেবের উল্টো রথযাত্রায় শিক্ষামন্ত্রী
বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে চাঁদপুর শহরে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জুন মঙ্গলবার বিকেলে শ্রী শ্রী গোবিন্দ মন্দির (ইসকন) ও পুরাণবাজার সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সু-সজ্জিত রথ দু-খানা রাস্তায় নামে ভক্তদের দর্শন দিতে। সনাতন ধর্মাবলম্বী হাজারো ভক্ত এদিন পাপ মোচনের নিমিত্তে পুণ্য অর্জনের লক্ষ্যে অত্যন্ত ভক্তি- শ্রদ্ধা সহকারে জগন্নাথ, শুভদ্রা ও বলরাম আহরিত সু-সজ্জিত রথ দুখানার দড়ি ধরে টেনে স্ব-স্ব মন্দির পুরাণবাজারে নিয়ে যান। সেখানে অপেক্ষমান ভক্তবৃন্দ নেচে গেয়ে ভগবান জগন্নাথ দেবসহ শুভদ্রা, বলরামকে মন্দিরে পুনঃস্থাপন করেন। শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব জগন্নাথদেবের রথযাত্রা।
এদিন উল্টো রথযাত্রার শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি রথযাত্রায় অংশ নেওয়া ভক্তবৃন্দকে পবিত্র ঈদুল আজাহর শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই এগিয়ে চলছে বাংলাদেশ। জাতির পিতা চেয়েছিলেন সুখী, সমৃদ্ধ, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা, হানাহানি আর বৈষম্য থাকবে না। যেখানে সকল ধর্মের মানুষ শান্তিতে, নির্বিঘ্নে তাদের স্ব- স্ব ধর্ম পালন করবেন নির্বিঘ্নে চিত্তে। আজকের রথযাত্রা অনুষ্ঠানে আপনাদের যে ব্যাপক উপস্থিতি, তা দেখে আমি অভিভূত। তিনি বলেন, আজকে সারা বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে। তাই শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। এটি করতে হবে দেশের স্বার্থে, শান্তির স্বার্থে, উন্নয়নের স্বার্থে।
এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মহসীন আলম, জেলা আওয়ামী লীগ নেতা মাসুদ আলম মিল্টন, জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান টুটুল, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী পিপি, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর পৌর পুজা উদ্যাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, গোবিন্দ মন্দির ইসকনের অধ্যক্ষ ও সভাপতি জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ, পুরাণবাজার জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাস, সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথসহ বিভিন্ন মন্দির ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।