প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ০০:০০
নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উদযাপনে প্রস্তুতি সভা
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন বাংলা নববর্ষ উদযাপনে সরকারি নির্দেশনা সভায় উপস্থাপন করেন। এছাড়া গত বছর চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপনের কর্মসূচিও সভায় উপস্থাপন করা হয়।
|আরো খবর
এবার বাংলা নববর্ষ রমজানে পড়েছে। দিনটি শুক্রবার। তাই সার্বিক দিক বিবেচনায় রেখে চাঁদপুরে নববর্ষ উদযাপনে কর্মসূচি নেয়া হয়েছে।
কর্মসূচি : ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল সাড়ে ৮টায় আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা শহরের প্রধান ক’টি সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের পেছনে ডাকাতিয়ার তীরের মাঠে গিয়ে শেষ হবে। সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুর ১২টার মধ্যে নববর্ষ উদযাপনের অনুষ্ঠান শেষ হবে।
শোভাযাত্রায় বাঙালি সংস্কৃতির ঐতিহ্য অনুযায়ী সাজসজ্জা থাকবে। আর অনুষ্ঠানস্থলে গ্রামীণ কিছু খেলাধুলা থাকবে। এছাড়া হাসপাতাল ও সরকারি শিশু পরিবারে পহেলা বৈশাখে উন্নতমানের খাবার বিতরণ করা হবে।
সভায় আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ।