রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১২:১১

নিউইয়র্কে হাজীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

কামরুজ্জামান টুটুল
নিউইয়র্কে হাজীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নিউইয়র্কে হাজীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ এপ্রিল শনিবার স্থানীয় 'নবান্ন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে' উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বিশিষ্ট লেখক আবুল বাসারের সভাপ্রধানে ও সদস্য সচিব মামুনুর রহমান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা ডাঃ মিয়া। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মনির হোসেন মুন্সি, চাঁদপুর ফাউন্ডেশেনের উপদেষ্টা সাবেক জাতীয় দলের ফুটবলার মোস্তফা হোসেন মুকুল ও ফারুক মজুমদার, ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর ফাউন্ডেশেনের উপদেষ্টা হারুন ভূঁইয়া ও জামান তপন, সাবেক সভাপতি মামুন মিয়াজী, বর্তমান সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি বাংলাদেশ কনস্যুলেট অফিসের সাবেক কর্মকর্তা সোহেল হোসেন, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা লুৎফুর রহমান চুন্নু, সাইফুল ইসলাম লিটন ও বিল্লাল তপাদার, যুগ্ম-আহ্বায়ক সহিদুল্লাহ, সদস্য বাবলু, আবু বকর, নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দসহ হাজীগঞ্জের বহু গণ্যমান্য ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যবৃন্দ ।

অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মাওলানা আঃ রহমান। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়