মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২০:৩২

চট্টগ্রামে ইয়ং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের ফাইনালে চাঁদপুর

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
চট্টগ্রামে ইয়ং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের ফাইনালে চাঁদপুর

চট্টগ্রামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব জাতীয় ১৮ ক্রিকেটের ফাইনালে উঠলো চাঁদপুর জেলা ক্রিকেট দল। এর আগে সেমিফাইনালে দলটি মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) চট্টগ্রামের মাঠে ফেনী জেলার সঙ্গে ৪ উইকেটে জয়লাভ করে।

চট্টগ্রাম কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে মঙ্গলবার টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফেনী জেলা ক্রিকেট দল। দলটি নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে। বল হাতে চাঁদপুরের ফারদিন ৩টি ও অনিমেষ কর ২টি উইকেট নেন।

চাঁদপুর জেলা ক্রিকেট দল ১৭২ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামে। দলটি ৪২ ওভার ২ বল খেলে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে ইমতিয়াজ ৬৩ বলে ৫৫, মাহনাব চৌধুরী ৬৯ বলে ৩৬ ও মাহমুদুল হাসান ৩৩ বলে ৩৩ রান করেন।

চাঁদপুর জেলা দলের কোচ পলাশ কুমারের সঙ্গে মঙ্গলবার রাতে এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, পহেলা জানুয়ারি আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে আমাদের প্রতিপক্ষ দল চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দল। আমাদের চাঁদপুর জেলা দল যেন চট্টগ্রাম জেলার সঙ্গে জয়লাভ করে শিরোপা জিততে পারে সেজন্যে জেলাবাসীর কাছে দোয়া চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়