মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪০

চাঁদপুর প্রেসক্লাবের নূতন নেতৃত্বকে অভিনন্দন

অনলাইন ডেস্ক
চাঁদপুর প্রেসক্লাবের নূতন নেতৃত্বকে অভিনন্দন

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) প্রেসক্লাব মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ২০২৫ সালের সভাপতি রহিম বাদশা। বিদায়ী সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সভায় ২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ নির্বাচিত ঘোষণা করা হয় এবং সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। এ সময় বিপুল করতালিতে নতুন পরিষদকে সবাই অভিনন্দন জানান। সাধারণ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি রহিম বাদশা। তারপর বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়।সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. ইকবাল বিন বাশার, জালাল চৌধুরী, বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, ইকবাল হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ নিম্নরূপ : সভাপতি : সোহেল রুশদী (দৈনিক চাঁদপুর খবর/বিজয় টেলিভিশন) ও সাধারণ সম্পাদক হলেন এমএ লতিফ (দৈনিক আমাদের সময়)। সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), সহ-সভাপতি মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), কাদের পলাশ (স্টার নিউজ/দৈনিক শপথ), শওকত আলী (আলোকিত বাংলাদেশ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই/মানবজমিন), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (যমুনা টিভি/বাংলা ট্রিবিউন), চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম (দৈনিক চাঁদপুর কণ্ঠ/দৈনিক খবর) ও তালহা জুবায়ের (এখন টিভি/দেশ রূপান্তর), কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন (দৈনিক চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম (এনটিভি), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন (মাই টিভি/সাপ্তাহিক চাঁদপুর কাগজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমআর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক মো. সেলিম রেজা (দৈনিক চাঁদপুর কণ্ঠ), তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক মো. জাকির হোসেন (দৈনিক আলোকিত চাঁদপুর), কার্যকরী কমিটির সদস্য : অধ্যক্ষ জালাল চৌধুরী (জনকণ্ঠ), বিএম হান্নান (ইনকিলাব), সহকারী অধ্যাপক ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল/চাঁদপুর প্রতিদিন), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ/মেঘনা বার্তা), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), রহিম বাদশা (দৈনিক চাঁদপুর প্রবাহ/বাংলা ভিশন), অ্যাড. শাহজাহান মিয়া (দৈনিক সংগ্রাম), আলম পলাশ (প্রথম আলো), জিএম শাহীন (এসএ টিভি), মির্জা জাকির (যুগান্তর), আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর/যায়যায়দিন), মুনির চৌধুরী (দৈনিক চাঁদপুর দর্পণ/দিনকাল), রোকনুজ্জামান রোকন (দৈনিক চাঁদপুর জমিন/দৈনিক অনুপমা), ফারুক আহাম্মদ (সময় সংবাদ/কালের কণ্ঠ), একে আজাদ (দৈনিক চাঁদপুর দর্পণ), মো. নেয়ামত হোসেন (একুশে টিভি/বাংলাদেশ প্রতিদিন) ও মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী (দৈনিক নয়া দিগন্ত)। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নবনির্বাচিত সকল নেতাকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, এক বছর মেয়াদী এ কমিটি অতীতের সকল কমিটির ন্যায় চাঁদপুর প্রেসক্লাবের বিদ্যমান সুনাম ও ঐতিহ্য রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাবে। বড়ো গৌরবের বিষয় হচ্ছে, চাঁদপুরে প্রেসক্লাব নিয়ে সাংবাদিকদের মধ্যে দ্বিধাবিভক্তি নেই। সেজন্যে একটাই প্রেসক্লাব, একটাই কমিটি। বর্তমান জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার প্রায় দেড় মাস আগে চাঁদপুরে যোগদান করে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। তাঁর পূর্ববর্তী কর্মস্থলগুলোতে একাধিক প্রেসক্লাব দেখে আসার পর চাঁদপুরে একটি প্রেসক্লাব দেখাটাকে তিনি আশাব্যঞ্জক হিসেবে মনে করছেন এবং ২১-এর অধিক দৈনিক পত্রিকা প্রকাশ হচ্ছে জেনে চাঁদপুরকে নিয়ে ব্যতিক্রম অভিব্যক্তি প্রকাশ করেন, যেটা অনুপ্রেরণাদায়ক। আমরা চাঁদপুরে সাংবাদিকদের এমন ঐক্য ও পত্রিকার ব্যাপক প্রকাশনা অব্যাহত থাকুক-নিরন্তর সে প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়