বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৫

হাজীগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। এর আগে একই দিন সকালে একই মাঠে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ফুটবল টিম ৪-০ গোলে নেছারাবাদ ফাজিল মাদরাসা টীমকে হারায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, পৌর বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য সাহাব উদ্দীন শাহীন মজুমদার ও পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী। উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, নেছারাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দীন, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্না আক্তারসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসান। কোরআন তেলাওয়াত করেন নেছারাবাদ ফাজিল মাদরাসার শিক্ষার্থী হাফেজ মো. মিনহাজ ও গীতা পাঠ করেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মৃত্তিকা দাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়