সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৫

তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতা

কিশোরগঞ্জের সাথে ড্র করে দ্বিতীয় রাউন্ডে চাঁদপুুর জেলা ফুটবল দল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
কিশোরগঞ্জের সাথে ড্র করে দ্বিতীয় রাউন্ডে চাঁদপুুর  জেলা ফুটবল দল
বেলুন উড়িয়ে চাঁদপুর স্টেডিয়ামে তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হচ্ছে।

চাঁদপুর স্টেডিয়ামে তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এ খেলায় কিশোরগঞ্জের সাথে ড্র করে চাঁদপুুর জেলা ফুটবল দল। আর এ ড্রয়ের ফলে চাঁদপুুর জেলা ফুটবল দল দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চাঁদপুুর জেলা প্রশাসনের আয়োজনে দু দলেই নিজ নিজ জেলার ফুটবলার নিয়ে খেলতে নামেন। বৃষ্টি বিঘ্নিত মাঠে দু'দলই খেলা শুরু থেকেই গোল দেয়ার জন্য মরিয়া হয়ে উঠে। খেলার প্রথমার্ধে দুই দলই অনেক সহজ গোল মিস করে। খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই চাঁদপুর জেলা দল একেবারে সহজ গোল মিস করে। দু দলই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে বৃষ্টির মধ্যে খেলা শেষ করে গোলশূন্যভাবে। চাঁদপুুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, দেওয়ান মো. শাহজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর জেলা এনসিপির নেতা মাহবুব আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান, সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান খান, চাঁদপুর জেলা ফটোজানালিস্ট অ্যাসোসিয়েশনর সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়