প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪২
আহ্বায়ক মহসিন, সদস্য সচিব তসলিম
রায়পুরে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন

লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডের অনুমোদনক্রমে এই উপজেলা কমিটি ঘোষণা করা হয় বলে রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় সাংবাদিকদের জানানো হয়।
|আরো খবর
নতুন কমিটিতে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জি. এম. মহসীন রেজা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন পাটওয়ারী। এ নিয়ে তিনবার উপজেলা কমান্ডার, জেলা পুনর্বাসন কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন মহসিন রেজা। এ কমিটিতে পাঁচজন মুক্তিযোদ্ধাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা জিএম মহসীন রেজা রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের গাজী বাড়ির সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি তরুণ বয়সে যুদ্ধে অংশগ্রহণ করে লড়াই করেছিলেন। বর্তমানে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মহসিন বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের নতুন কমিটি দায়িত্ব পালন করবে। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে ধরে রেখে নতুন প্রজন্মের জন্যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করাই আমাদের লক্ষ্য। নতুন নেতৃত্ব মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকায় সকলের সহযোগিতা কামনা করেছেন।