রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪

সংবাদ সংগ্রহকালে চাঁদপুর কণ্ঠের প্রতিনিধি লাঞ্ছনার শিকার

ফরিদগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধনে যুবদল নেতার বাধা, এলাকাবাসী ও ভুক্তভোগীদের ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
ফরিদগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধনে যুবদল নেতার বাধা, এলাকাবাসী ও ভুক্তভোগীদের ক্ষোভ
ইউপি সদস্য মোশারফ হোসেন মসুর বিরুদ্ধে মানববন্ধনের চিত্র৷

ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ সম্মুখে ইউপি সদস্য মোশারফ হোসেন মসুর বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে যুবদল নেতাদের বাধা ও সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।

IMG-20250921-WA0179 গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ৫নং ওয়াডের ইউপি সদস্য মো. আব্দুর রহমান পাটোয়ারী।

রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকালে ভুক্তভোগী পরিবার মানববন্ধন কর্মসূচি পালন করলে শুরুতেই বাধা দেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহেব উল্যাহ মীর। তিনি মানববন্ধনে অংশগ্রহণকারীদের ও সংবাদকর্মীদের ছবি তুলতে থাকেন এবং অশোভন আচরণ করেন।

IMG-20250921-WA0178 ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোহেব উল্যাহ মীর।

এরপর ঘটনাস্থলে যোগ দেন একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান পাটওয়ারী। তিনি মানববন্ধনে অংশগ্রহণকারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন এবং এক পর্যায়ে সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকের ওপর হামলার চেষ্টা চালান। এ সময় তিনি অকথ্য ভাষায় গালাগাল করে বলেন, “নিউজ করে কী করতে পারে, করুক।” হঠাৎ এ হামলার চেষ্টায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা আতঙ্কিত হয়ে পড়েন।

স্থানীয়রা অভিযোগ করেন, ইউপি সদস্য মসুর বিরুদ্ধে দুর্নীতির তথ্য আড়াল করতেই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় সাংবাদিক মহল ও সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়