প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮
হাজীগঞ্জে সাড়ে ৩শ' সনাতনী পেলো পূজা উদযাপন পরিষদের বস্ত্র

প্রতি বছরের ন্যায় এবারও
|আরো খবর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজীগঞ্জে হিন্দু ধর্মাবলম্বী পরিবারকে বস্ত্র উপহার দেয়া হয়েছে। এবার সাড়ে তিন শ' জনকে দেয়া হয়। পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বস্ত্র প্রদান করা হয়।
হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ আনন্দ প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের সার্বিক সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজুর সভাপ্রধানে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক ও সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা।
যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ শীলের উপস্থাপনায় পৌর পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা. নরেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শ্যামল সাহা প্রমুখ। বক্তব্য শেষে বস্ত্র বিতরণ করা হয় এবং বক্তব্যের পূর্বে ধর্মীয় মূল্যবোধ বিষয়ক বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন ও উপস্থাপন করা হয়।
সবশেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এ সময় পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রণব কুমার সাহাসহ অন্য অতিথিবৃন্দ, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের অন্যান্য সদস্য, সাংবাদিক ও হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও উপহারপ্রাপ্ত সাড়ে ৩শ' পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।