প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৯:০৯
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে জানালেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। চাঁদপুর জেলা ফুটবল দল কুমিল্লায় বিভাগীয় কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বিদায় নেয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনাকালে তিনি এই আয়োজনের কথা জানিয়েছেন।
চাঁদপুর জেলা ফুটবল দল গত ২৮ এপ্রিল কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়ার সাথে খেলে। চাঁদপুরের দলটি ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় উপস্থিত ছিলেন জেলার ফুটবল কোচ আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর গাজী, আমিন মোল্লা, ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, খেলোয়াড়দের মধ্যে ফুটবলার আলমগীর, সুমন ও ক্রিকেট কোচ শামিম ফারুকী, ক্রীড়া সাংবাদিক চৌধুরী ইয়াসিন ইকরামসহ অন্য ফুটবলাররা।
জেলার ফুটবল কোচ ও সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিকের সাথে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলাপকালে তিনি এ প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন ধরে চাঁদপুর স্টেডিয়ামে কোনো ফুটবল টুর্নামেন্টের আয়োজন নেই। এখানকার ক্রীড়ামোদী দর্শকরা ফুটবল খেলা অনেক পছন্দ করে। মাঠে খেলাধুলার আয়োজন না থাকাতে ফুটবলাররা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে পারছে না। জেলাতে নিয়মিত ফুটবল খেলা থাকলে অনেক উদীয়মান ফুটবলার সৃষ্টি হবে। জেলা শহরে এখন অনেক উদীয়মান ফুটবলার রয়েছে। এরা মাঠে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে।
জেলার ফুটবল কোচ ও সাবেক ফুটবলার জাহাঙ্গীর গাজীর সাথে শনিবার বিকেলে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলাপকালে তিনি বলেন, ডিসি স্যার জেলা ফুটবল দলের বিদায়কালে বলেছেন, জেলার ৮ উপজেলা ক্রীড়া সংস্থার দল নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। মাঠে অনেকদিন ধরে খেলাধুলা নেই। আমরা স্থানীয় ফুটবলারদের নিয়ে নিয়মিত মাঠে অনুশীলন করে যাচ্ছি। চাঁদপুর স্টেডিয়ামে নিয়মিত ফুটবলসহ অন্যান্য খেলাধুলার আয়োজন না থাকায় নতুন নতুন ফুটবলাররা মাঠে আসতে চাচ্ছে না। আমরা যারা খেলাধুলার সাথে জড়িত রয়েছি, আমরা চাই মাঠে নিয়মিত ফুটবল খেলা হোক। এতে করে ক্রীড়ামোদী দর্শকরা মাঠে আসবে, ক্রীড়াঙ্গন উৎসবমুখর থাকবে।
ফুটবলার আলমগীর ও সাইফুলের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তারা জানান, আমরা নিয়মিত মাঠে এসে অনুশীলন করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে চাঁদপুর স্টেডিয়ামে কোনো খেলাধুলার আয়োজন নেই। জেলাতে নিয়মিত ফুটবল খেলার আয়োজন করা হলে আমরাও বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে পারতাম। এর আগে যারাই জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ছিলেন, তারা বেশিরভাগ সময়ই ফুটবল খেলা ঠিকমতো আয়োজন করতেন না। আমাদের জেলা ক্রীড়া সংস্থার বর্তমান যে আহ্বায়ক রয়েছেন (জেলা প্রশাসক স্যার) তিনি খেলাধুলার প্রতি অনেক আন্তরিক। আমরা চাই মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হোক।
মাঠে নিয়মিত খেলা দেখতে আসা আলমগীর খান ও আক্তার হোসেনের সাথে আলাপকালে তারা জানান, আমরা স্টেডিয়াম মাঠে নিয়মিত খেলাধুলা দেখতে আসি। যখনই ফুটবল খেলার আয়োজন করা হয়, আমরা কাজকর্ম সেরে দুুপুরের পরই মাঠে চলে আসি। জেলা ক্রীড়া সংস্থার গত কয়েকটি কমিটি জেলা ফুটবল লীগ কিংবা ঠিকমতো খেলাধুলার আয়োজন করেনি। এতে করে ক্রীড়ামোদী দর্শকও মাঠে আসা কমিয়ে দিয়েছে। মাঠে ফুটবল খেলার আয়োজন করা হলে ক্রাউন সিমেন্ট ফুটবল টুর্নামেন্টের মতো দর্শক নিয়মিত মাঠে আসবে খেলা দেখার জন্যে।