বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৯

পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক দোয়া ও এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক দোয়া ও এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান
পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক দোয়া ও এসএসসি পরিক্ষার্থী-২০২৫-এর বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার এবং চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র রায়।

চাঁদপুরের ঐতিহ্যবাহী পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেনের সভাপতিত্বে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ, দোয়া এবং বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) সকালে বিদ্যালয়ের বার্ষিক দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, উপদেষ্টা, চাঁদপুর জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত নেতা আব্দুল বাতেন মিয়াজি।

এসএসসি ২০২৫-এর বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র রায়, সভাপতি (ভারপ্রাপ্ত), চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এছাড়াও বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগত বক্তব্য রাখেন। এরপর পর্যায়ক্রমে সকল শিক্ষক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। প্রধান আলোচক হিসেবে তমাল কুমার ঘোষের বক্তব্যশেষে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুভাষ চন্দ্র রায়। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

স্কুলের বার্ষিক দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন পুরাণবাজার ৫ নং ফেরিঘাট মসজিদের খতিব মুফতি ফরিদী। দুই পর্বের এই অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়