শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫

চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলে চাঁদপুরের সাজু আহমেদ

চৌধুরী ইয়াসিন ইকরাম
চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলে চাঁদপুরের সাজু আহমেদ

চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছে চাঁদপুরের সাজু আহমেদ। বিভাগীয় ক্রিকেট দলের সাথে ১৫ ফেব্রুয়ারি খেলার উদ্দেশ্যে রওনা করে খুলনায়। ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় বয়সভিত্তিক ক্রিকেট দলের প্রথম ম্যাচ।

সাজু আহমেদ ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির ছাত্র। তার বাবার নাম মোহাম্মদ আলী। তারা বসবাস করে চাঁদপুর শহরের গুয়োখোলা এলাকায়। পড়াশোনা করে হাসান আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। সাজু চাঁদপুর জেলার বয়স ভিত্তিক ক্রিকেট দলের হয়ে গত দুবছর নিয়মিত খেলে যাচ্ছে। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। জেলা ক্রিকেট দলের হয়ে ২০২৪-২৫ মৌসুমে বয়সভিত্তিক ক্রিকেট দলের হয়ে খেলতে যান রাঙ্গামাটিতে। সেখানে বিসিবির ক্রিকেট কোচদের নজরে পড়ে।

পড়াশোনার পাশাপাশি সে নিয়মিত ক্রিকেট অনুশীলন করে যাচ্ছে ক্লেমন একাডেমীতে। একাডেমীর হয়ে চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালী স্টেডিয়ামে স্ব স্ব জেলার ক্রিকেট একাডেমী ও জেলা দলের সাথে বেশ ক'টি ম্যাচে অংশ নিয়ে ব্যাটিংয়ে ভালো রান করেছে।

চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ ও ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীর প্রধান কোচ শামিম ফারুকীর সাথে আলাপকালে তিনি জানান, সাজু অনূর্ধ্ব-১৪ চট্টগ্রাম দলে ডাক পেয়েছিলো। সেখান থেকেই মূল স্কোয়াডে সুযোগ পেয়েছে। সাজু ব্যাটিংয়ে খুব ভালো খেলে। সে আমাকে শনিবার দুপুরে ফোন দিয়ে জানিয়েছে যে, বিভাগীয় দলে সে সুযোগ পেয়েছে। সে যেনো ভালো খেলতে পারে এ জন্যে সকলের দোয়া চেয়েছে।

ক্লেমন একাডেমী ও জেলার বয়সভিত্তিক ক্রিকেট দলের কোচ রাজন জানান, চলতি বছর জেলা দলের হয়ে সাজু রাঙ্গামাটিতে খেলতে যায়। দলের হয়ে দুটি ম্যাচে সে ভালো রান করে। আশা করি সাজু ব্যাটিংয়ে তার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিভাগীয় পর্যায়ে সে ভালো করতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়