রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১

জেলা ক্রীড়া অফিসের কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক
জেলা ক্রীড়া অফিসের কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মৈশাদী উচ্চ বিদ্যালয় ও রানারআপ হয় পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়। রোববার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান।

জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও ছাত্র প্রতিনিধি মারজুক মুঈদ ঐশ্বর্য এবং ক্রিকেটার মোরসালিন খান।

প্রতিযোগিতায় অংশ নিয়েছিল জেলা সদরের ৪টি বিদ্যালয়। বিদ্যালয়গুলো হলো : আক্কাছ আলী রেলওয়ে একাডেমি, মৈশাদী উচ্চ বিদ্যালয়, ষোলঘর উচ্চ বিদ্যালয় ও পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়