মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৯

চাঁদপুরে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

সেঞ্চুরী করলো আল-আমিন একাডেমির আবরার রশিদ

চৌধুরী ইয়াসিন ইকরাম
সেঞ্চুরী করলো আল-আমিন একাডেমির আবরার রশিদ

চাঁদপুর স্টেডিয়ামে চলমান প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে সেঞ্চুরী করলো ক্রিকেটার আবরার রশিদ (সাফি)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সাথে ওপেনিং ব্যাটিংয়ে নেমে ডানহাতি এ ব্যাটসম্যান ১৩৯ বলে করেন ১৩৬ রান। এর মধ্যে ২২টি চার ও ২টি ছক্কার মাধ্যমে সে এ রান করে। স্কুল ক্রিকেটের হয়ে অনেকদিন ধরেই খেলে যাচ্ছে সে। জাতীয় পর্যায়ে ও স্কুল ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালসহ কুমিল্লা ও চট্টগ্রামে বিভিন্ন ক্লাব এবং স্কুলের সাথেও ম্যাচ খেলেছে। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করছে চাঁদপুর ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণিতে। তারা বসবাস করে চাঁদপুর শহরের শহীদ মিনারের সম্মুখস্থ শহীদ মুক্তিযোদ্ধা সড়কের দক্ষিণ পাশে অবস্থিত নিজেদের বাসভবনে। তার বাবার নাম অ্যাডভোকেট হারুনুর রশিদ, যিনি চাঁদপুর জেলা জজ আদালতে অ্যাডিশনাল পিপি হিসেবে দায়িত্বে রয়েছেন। তার মাতা অ্যাড. শিরিন সুলতানা মুক্তা। তিনি চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। চাঁদপুর স্টেডিয়ামে স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলায় এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে। এর মধ্যে গণি স্কুলের সাথে প্রথম ম্যাচে ১৩৬ ও ২য় ম্যাচে পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাথে করেন ২০ বলে ১৭ রান।

আবরার রশিদ (সাফি) ২০২০ সালে ৬ষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় ভর্তি হয় ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীতে। তার আম্মু তাকে এ একাডেমীতে এনে ভর্তি করিয়ে দেন। চাঁদপুর জেলা ক্রিকেট দলের হয়ে খেলেছে অনূর্ধ্ব ১৪ ও ১৬ ক্রিকেট দলে। ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে ৫ম ম্যাচে খেলে করে ১৫২ রান। ওই বছর জেলা দল খাগড়াছড়ির সাথে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়। খেলাগুলো হয়েছিলো চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে। একই মৌসুমে একই ভেন্যুতে খেলে জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দলের হয়ে। জেলা দলে খেলা অবস্থায়ই ডাক পায় চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলে। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলে খুলনা, ফরিদপুর ও টাঙ্গাইলের সাথে।

আবরার রশিদ ২০২৩-২৪ মৌসুমে স্কুল ক্রিকেট টুর্নামেন্টে খেলে চাঁদপুুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের হয়ে। তার দলটি প্রথমে জেলা পর্যায়ে হাসান আলী স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। তার দল বিভাগীয় পর্যায়ে কুমিল্লাকে হারিয়ে সুযোগ পায় জাতীয় পর্যায়ে খেলার। জেলা পর্যায়ের খেলায় ৯ ম্যাচে করে ২৯২ রান। জাতীয় পর্যায়ের খেলায় ঢাকা আগানগর স্কুলের সাথে করে অপরাজিত ৫৬ রান। এছাড়া সব ম্যাচে দুই অংকের কোটায় করেছে রান।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে খেলেছে ২য় বিভাগ ক্রিকেট লীগ ও চাঁদপুর ক্রিকেট লীগ। ২য় বিভাগ ক্রিকেট লীগে খেলে ক্রিকেট কোচিং সেন্টারের হয়ে এবং প্রথম বিভাগ ক্রিকেট খেলে চাঁদপুর ক্রিকেট একাডেমীর হয়ে। ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীর হয়ে চট্টগ্রামে খেলে সিনিয়র এসএস ক্রিকেট দলের সাথে। চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে ৩ ম্যাচে করে ৮৮ রান। বয়সভিত্তিক খেলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে। ব্যাট হাতে ৩ ইনিংসে করে ৯১ রান।

খেলাধুলায় আবরার রশিদ (সাফি)কে তার বাবা ও মাসহ পরিবারের সকল সদস্যই সাপোর্ট দেয় বলে সে এ প্রতিবেদককে জানায়। এ ছাড়া শুরু থেকেই ক্লেমন ও চাঁদপুরের ক্রিকেট কোচ শামিম ফারুকী, রিপন কর্মকার, পলাশ কুমার সোম ও রাজনের কাছে খেলাধুলার অনেক কিছু শিখেছে এবং শিখছে।

এ প্রতিবেদকের সাথে শনিবার (১ ফ্রেব্রুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আলাপচারিতায় বলে, ইনশাল্লাহ আমি সকলের দোয়া নিয়ে ধাপে ধাপে ক্রিকেটে ভালো খেলা খেলতে চাই। আমি পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলায়ও সামনের দিকে এগিয়ে যেতে চাই। খেলাধুলা করতে আমার ভালো লাগে। মাঠে আসলে সকলের সাথে যখন অনুশীলন করি এবং কোচরা যেভাবে খেলতে বলেন সেভাবেই খেলার চেষ্টা করি। আমি যেনো ভালো ক্রিকেট খেলা উপহার দিতে পারি এ জন্যে সকলের দোয়া প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়