প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫
১৩ ফেব্রুয়ারি গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল
শিরোপা নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হবে কাতার প্রবাসী ক্রিকেট একাদশ ও সাহেবগঞ্জ শাপলা স্পোর্টিং ক্লাব
ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫-এর মেগা ফাইনালের পর্দা উঠছে আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার বেলা এগারোটায় গৃদকালিন্দিয়ার মৌলভী আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে। শিরোপা নির্ধারণের ফাইনালের লড়াইয়ে কাতার প্রবাসী ক্রিকেট একাদশের প্রতিপক্ষ সাহেবগঞ্জ শাপলা স্পোর্টিং ক্লাব। এ বছর চ্যাম্পিয়ন দলের জন্যে প্রাইজ মানি হিসেবে থাকছে দুলক্ষ টাকা এবং রানার্সআপ দলের জন্যে থাকছে এক লক্ষ টাকা। এর আগে সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) ১২টি দলের অংশগ্রহণ করা এই টুর্নামেন্টটির উদ্বোধন করেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ লিজেন্ডারি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে পুরো টুর্নামেন্টের প্রতিটি খেলা 'GRIDAKALINDIA CRICKET TOURNAMENT 2024' ফেসবুক পেজ থেকে সরাসরি দেখেছেন দেশ-বিদেশের ক্রীড়ামোদী লাখো দর্শক।