মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২

চাঁদপুরে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিলেন ক্রিকেটার প্রান্ত ঘোষ

চৌধুরী ইয়াসিন ইকরাম
হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিলেন ক্রিকেটার প্রান্ত ঘোষ

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের এক ম্যাচে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছেন ক্রিকেটার প্রান্ত ঘোষ। শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) চাঁদপুর স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের হয়ে প্রান্ত ঘোষ খেলতে নামেন গণি মডেল স্কুলের সাথে।

প্রান্ত ঘোষ চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনা করছেন বিজ্ঞান বিভাগে। তার বাবার নাম কার্তিক চন্দ্র ঘোষ। তারা চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকায় বসবাস করেন। ভালো অফ স্পিন বোলিং করায় প্রান্ত ঘোষ ইতোমধ্যে ডাক পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলে।

শুক্রবার বিকেলে তার সাথে এ প্রতিবেদকের কথা হয় চাঁদপুর স্টেডিয়াম মাঠে। এ সময় প্রান্ত ঘোষ জানান, ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীতে তিনি নিয়মিত অনুশীলন করছেন। তিনি বাম হাতে অফ স্পিন বোলিং করেন। চলতি স্কুল ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ম্যাচে তিনি মধুসূদন স্কুলের সাথে ১০ ওভার বল করে ৫ মেডেনসহ ১৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে গণি মডেল স্কুলের সাথে ৭ ওভার বোলিং করে ৪ মেডেন এবং ২০ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেন। ক্লেমন ক্রিকেট একাডেমিতে অনুশীলন করার পাশাপাশি তিনি জেলা অনূর্ধ্ব-১৪ দলসহ একাডেমীর হয়ে বিভিন্ন মাঠে নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছেন।

প্রান্ত ঘোষ বলেন, ধাপে ধাপে ক্রিকেটের সাথে থেকে সামনের দিকে এগিয়ে যেতে চাই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাই। আমি আশা করবো, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা নিয়মিত বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে।

উল্লেখ্য, বুধবার ২৯ জানুয়ারি ২০২৫ সকালে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছেন চাঁদপুর জেলা শহরের ৪টি বিদ্যালয়। বিদ্যালয়গুলো হচ্ছে : হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, গণি মডেল উচ্চ বিদ্যালয় ও পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়